শরীয়তপুর জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা আজ রোববার সকাল ১০টায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাহসিনা বেগম এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এ সভায় জলা প্রশাসক মিজ তাহসিনা বেগম , অতিরিক্ত জেলা প্রশাসক পিংকি সাহা, সিভিল সার্জন ডাঃ রেহান উদ্দিন , সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি বর্গ,সাংবাদিক ও সুধীজন এ সভায় উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মাদক, কিশোর গ্যাং ও সম্প্রতিকালে শরীয়তপুর-ঢাকা বাস চলাচল চাদাবাজির শিকার এ নিয়ে বিশেষ ভাবে গুরুত্বরোপ করেছেন।