শরীয়তপুর পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য ৫৬ কোটি ২২ লাখ ২৮ হাজার ৬৫১ টাকার বাজেট ঘোষনা করেছেন শরীয়তপুর পৌর মেয়র পারভেজ রহমান। মঙ্গলবার বিকেল ৪টায় পৌর মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু। বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক,নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড, জাহাঙ্গীর হোসেন, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এম এম জাহাঙ্গীর,সাধারন সম্পাদক আমির হোসেন খান, জেলা যুবলীগের সভাপতি নুহুন মাদবর,জেলা ছাত্রলীগের আহবায়ক মোহসীন মাদবর, পৌর কাউন্সিলর বৃন্দ সহ বিভিন্ন পেশার লোকজন ।