শরীয়তপুর সিভিল সার্জনের কার্যালয়ে দুদকের অভিযান
উত্তীর্ণ হয়ে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। তাঁর স্বামী ও একই স্থানে চাকরিরত আছেন। নুসরাত বাবার ঠিকানা ব্যবহার করে স্বামীর ঠিকানা গোপন করেছেন। এক স্থানে দুইজনের চাকরির নিয়ম নেই। নুসরাত স্বাস্থ্যসহকারী লিখিত পরীক্ষা দিলে ও অপর সাতজন নুসরাত জাহানের চেয়ে বেশি নম্বর পায়। কিন্তু মৌখিক পরীক্ষায় সবাইকে ফেল করিয়ে নুসরাতকে পাশ করানো সহ শরীয়তপুর জেলা সিভিল সার্জন অফিসে বিভিন্ন অনিয়মের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এমন নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে আজ বুধবার দুপুরে দুদকের একটি টিম অভিযান চালিয়েছেন সিভিল সার্জনের অফিসে।
দুদক জানায়, নুসরাতের নিয়োগে অনিয়মসহ অভিযানে এসে প্রাথমিক কিছু অনিয়ম পেয়েছি। এছাড়া সিভিল সার্জন অফিসের হিসাব রক্ষক ও স্টোর কিপারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ক্ষতিয়ে দেখছে দুদক।