শরীয়তপুর-৩ আসনে ১টি মনোনয়নপত্র বাতিল ৩টি বৈধ
মনোনয়নপত্র বাছাইয়ের ৩য়দিনে শরীয়তপুর-৩ আসনে ১টি মনোনয়নপত্র বাতিল ও ৩টি মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এর সম্মেলন কক্ষে বাছাই করে এ আদেশ দেন। বৈধ হয়েছেন যারা তারা হলেন বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, জামাত প্রার্থী মোহাম্মদ আজাহারুল ইসলাম, ইসলামী আন্দোলনের হানিফ মিয়া। বাতিল করা হয়েছে জাপা প্রার্থী মোঃ আঃ হান্নান এর মনোনয়নপত্র। তার ব্যাংক হিসাব খোলা নেই।একারনে বাতিল তরা হয়েছে।