ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই আন্দোলনের অগ্রভাগের যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় বিচারের দাবীতে আজ সন্ধ্যায় শরীয়তপুর জেলা শহরে এনসিপি তথা জাতীয় নাগরিক পার্টির উওেদ্যাগে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক হয়ে পালং বাজার প্রদক্ষিন করে। এ সময় মিছিলকারীরা নানা ধরনের শ্লোগান দেয় এবং ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান। মিছিলে নেতৃত্বে ছিলেন এনসিপির শরীয়তপুর জেলার সাধারন সম্পাদক সবুজ তালুকদার।