শরীয়তপুর প্রতিনিধি ঃ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন উপলক্ষে আজ শনিবার সকাল ১১টায় দিবসটির তাৎপর্য তুলে ধরে শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সমে¥লন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম, ডাঃ বিধান মোহাম্মদ সানাউল্লাহ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া জেরিন , অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মাসুদুল আলম, জেলা জামাতে এর সাবেক আমীর মাওলানা খলিলুর রহমান। সভায় বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ,বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।