শরীযতপুরের ভেদরগঞ্জে পারিবারিক কলহের জেরে বাবা ও সৎ ছেলেদের ছুরির আঘাতে মা নুরজাহান বেগম (৫৫) খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ৫ জুন রবিবার রাত এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করলে পথে তার মৃতু হয়। নুরজাহান বেগম উপজেলার সখিপুর ইউনিযনের নইমুদ্দিন সরকার কান্দি এলাকার ফজলু বেপারীর প্রথম স্ত্রী।
নিহতের ছেলে মিজান মিয়া বলেন, তার বাবা ফজলুল বেপারীর ২য় স্ত্রী মোরশেদা (৪০) ও তার ছেলে সাগর, শাওন, বিল্লাহ তাকে বসত ঘরে ঢুকে বটি দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ওবাদুর রহমান বিষযটি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীযতপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।