হাসিনাকে দেশে ফিরে এনে বিচারের কাঠ গোড়ায় দাড় করাতে  সরকারের প্রতি আহবান -মামুনুল হক

হাসিনাকে দেশে ফিরে এনে বিচারের কাঠ গোড়ায় দাড় করাতে সরকারের প্রতি আহবান -মামুনুল হক

Social Share Now
খেলাফত মজলিসের মহাসচিব শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের হাসিনা ও তার দোষররা রাজাকার বলে আখ্যায়িত করে বিদ্রোহের আগুন জ্বািিলয়ে দিয়েছিল । সন্ত্রাসী ছাত্রলীগ,যুবলীগ,হাতুড়িলীগ দিয়ে আন্দোলনকারী আমাদের ভাইবোনদেরকে হত্যা করেছে। হেলিকপ্টার দিয়ে গুলী করে তাদেরকে হত্যা করেছে। এ গুন্ডা বাহিনী হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। তিনি বলেন জালিম হাসিনা ও তার বাহিনী ফেরাউন ,নমরুদের মত অত্যাচার চালিয়েছে। ৫ আগষ্ট ছাত্রজনতার আন্দোলনে বিজয় অর্জিত হওয়ার পর হাসিনা পালিয়ে গেছে। এ দেশে অনেক ক্ষমতার পালাবদল হয়েছে। কেউতো পালিয়ে যায়নি। শেখ হাসিনা তার নেতাকর্মীদের কিছু না বলে তাদেরকে ফেলে পালিয়ে গেছে। আমাদের বিশ^াস ছিল নমরুদ, ফেরাউন, কেউ অত্যাচার করে টিকে থাকতে পারেনি । হাসিনা ও পারবেনা। হাসিনা সরকার প্রতিবেশী রাস্ট্রকে আমাদের প্রভু বানাতে চেয়েছিল। আমাদের প্রভু আসমানে ।জমিনে আমাদের কোন প্রভু নেই। জমিনে বন্ধু থাকতে পারে । ভারত ফারাক্কা বাধ খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দিয়ে তাদের আধিপত্যবাদ করেছে।তিনি বলেন আমাদের দিকে কেউ চোখ রাঙ্গালে সেই চোখ উপড়ে ফেলবো। যে ত্যাগ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জিত হয়েছে তা ধরে রাখতে আমাদের কে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন শেখ মুজিব ক্ষমতায় বসে মানুষের বাকশাল করে মানুষের ভোটের অধিকার ,ভাতের অধিকার কেড়ে নিয়েছিল। যুবকদেরকে ধরে নিয়ে হত্যা করেছে। ১৯৭৫ সালে যারা নিহত হয়েছেল শুধু তাদের জন্যই মায়া কান্না করবেন আর যাদের এ ১৫ বছরে গুম খুন করেছেন তাদের জন্য কিছুই করবেনা। মামুনুল হক বলেন শেখ হাসিনা ৫০ বছর শুধু প্রতিশোধের রাজনীতি করেছেন। দুর্নীতি করে হাজার হাজার
কোটি টাকা বিদেশে পাচার করেছে। তিনি বলে আমরা নুতন বাংলাদেশ গড়তে চাই। যে বাংলাদেশে কোন হানাহানি থাকবেনা। বিভেদ থাকবেনা। আইনের শাসন থাকবে, ভোটের অধিকার থাকবে। কথা বলার অধিকার থাকবে।এ বাংলাদেশে হবে মুসলিম,হিন্দু, বৈদ্য, খিষ্ট্রানদের বাংলাদেশ। শেখ হাসিনাকে হুসিয়ার করে মামুনুল হক বলেন ভারতে বসে যদি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাংলাদেশের জনগন তা মেনে নিবে না। বিজয়ের পর কত মা তার সন্তানের লাশ খুজতে হাসপাতালের পর হাসপাতাল ঘুরেছে। গুম হওয়া কত সন্তানের জন্য মা ,কত স্ত্রী স্বামীর জন্য ,কত সন্তান বাবার জন্য মাসের পর মাস বছরের পর বছর অপেক্ষার প্রহর গুনছে। মামুনুল হক বলেন শেখ হাসিনার রাজনীতি ছিল জাতিকে বিভক্ত করা। একদিকে মুক্তিযুদ্ধেও চেতনা , অপর দিকে রাজাকার নামের ফতোয়। হাসিনা ৭১ চেতনাকে হত্যা করে ৭২ সংবিধান জলাঞ্জলী দিয়ে কক্ষমতার মসনদে চেপে বসেছিলেন। তাই হাসিনাকে জাতিসংঘের বন্দী চুক্তি অনুযায়ী দেশে ফিরে এনে বিচারের কাঠ গোড়ায় দাড় করাতে তিনি সরকারের প্রতি আহবান জানিয়েছেন। পরিশেষে তিনি বলেন আপনারা যদি বৈষম্যহীন সমাজ গড়তে চান মানব রচিত সংবিধান দ্বারা হবেনা। আল্লাহ প্রদত্ত সংবিধান দ্বারা শাসন কায়েম করা সম্ভব।তাই খেলাফত মজলিসের পতাকাতলে আসার আহবান জানান।
তিনি গত বুধবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ খেলাফত মজলিশ শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে এক মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেছেন। শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা শাব্বির আহমদ উসমানির সভাপতিত্বে সাধারন সম্পাদ দবির হোসেন শেখের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব মুফতি শরাফত হোসাইন, সভায় আরো বক্তব্য রাখেনসাধারন সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, কেন্দ্রয়ি সদস্য মাওলানা রুহুল আমিন, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মু. আশিকুর রহমান জাকারিয়া, ফরিদপুর অঞ্চলের জামায়েতে ইসলামের সদস্য মাওলানা খলিলুর রহমান, উলামা পরিষদের সভাপতি মাওলানা আবু বকর, মাওলানা শফিউল্লাহ খান, ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি তোফায়েল আহমদ সহ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।।

Leave a Reply