শরীয়তপুর প্রতিনিধি \ বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন সব রাজনৈতিক দলকে ,জাতীয় ঐক্যের মধ্যদিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। দলীয় স্বার্থে আমরা যেন আর অন্ধ না হই। কেউ যেন ভারতীয় সহানুভুতি পাওয়ার চেষ্টা না করি। ভারতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আর কোন পরাশক্তির কাছে বাংলাদেশ মাথা নত করবে না।
তিনি আজ শনিবার দুপুরে শরীয়তপুর পৌরসভা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। সাবেক এমপি তাহের বলেন, আগামী
নির্বাচন সুষ্ঠু হতে হবে। কেউ সুষ্ঠ নির্বাচনে বাধা হলে তাকে বিচারের মুখোমুখি করতে হবে। আগামীতে জামায়াতে ইসলামী নির্বাচিত হলে সব মানুষের জন্য ন্যায় বিচার ও সকলের অধিকার নিশ্চিত করা হবে। তিনি বলেন, দেশের মানুষ অনেক রাজনৈতিক মতবাদ ও দফার শাসন দেখেছেন, সোনার বাংলা ,সবুৃজ বাংলা -নতুন বাংলার শ্লোগান শুনেছেন। কিন্তু কোন শ্লোগানই বাংলার মানুষকে মুক্তি দিতে পারেনি। যদি মুক্তি দিতে পারতো চালের কেজি ৭০ টাকা হতো না। এবার মানুষ ইসলামী শাসন দেখতে চায়। সব শ্রেণী পেশার মানুষ জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনা দায়িত্ব দিতে চায়। তাহের বলেন জামায়াতে ইলামী ক্ষমতায় গেলে জান্নাতি পরিবেশ সৃষ্টি করবো।আাগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর জন্য ৫ আগষ্টে আল্লাহ পাকের রহমতের মতো আর একটি রহমত হতে পারে। তিনি বলেন আওয়ামীলীগের কারনে বাংলাদেশের মানুষ ভারতকে পছন্দ করেনা। ভারতের মুল রাজনীতি অন্যদেশের সাথে খোচাখুকিরা। আর আওয়ামীলীগের মুল শত্রæ হচ্ছে বড় আপা ( শেখ হাসিনা)। তিনি তার সকল নেতা কর্মীকে ফেলে ভারতে পালিয়ে গিয়ে নেতাকর্মীদেও বিপদে ফেলে গেছেন। তাহের বলেন ৭২ এর সংবিধান অবৈধ সংবিধান। এ সংবিধান চলবে না । এটা বাতিল করতে হবে। নুতন করে সংবিধান তৈরী করতে হবে। আপাতত কিছু সংস্কার করে নির্বাচন দিতে হবে। তিনি বলেন ২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে। জামায়াতের নেতা বর্তমান সরকারের কার্যক্রমে অনেকটা সন্তোষ্ঠ। কারন তারা সুশৃংখল ভাবে দেশটা পরিচালনা করছে।তবে কোন কোন ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এর মধ্যে আইন শৃংখলা ও বাজার দর। যেকোন ধরনের ভায়ালেস কে আমরা পছন্দ করিনা। অপরাধী যেই হোক তার বিচার হওয়া দরকার। তিনি আগামী নির্বাচন জোট বদ্ধের কথা উল্লেখ করেন। তিনি বলেন আমরা বলেছি প্রধান মন্ত্রী দু বারের বেশী থাকতে পারবেনা। প্রধানমন্ত্রী ও রাস্ট্রপতির ক্ষমতার ভারসাম্য থাকতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মুহা. আবদুর রব হাসেমীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসাইন, সাবেক জেলা আমীর মাওলানা খলিলুর রহমান, শরীয়তপুর-৩ আসনের জামায়াতে ইসলামী প্রার্থী মুহাম্মদ আজহারুল ইসলাম,শরীয়তপুর-২ আসনের প্রার্থী প্রফেসর ডাঃ মাহমুদ হোসেন, শরীয়তপুর -১ আসনের প্রার্থী ডাঃ মোশারফ হোসেন মাসুদ,কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য ও জেলা নায়েবে আমীর কে এম মকবুল হোসাইন, জেলা সেক্রেটারী মাওলানা মাসুদুর রহমান।