দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে ইভিএম পদ্ধতিতে শরীয়তপুরসদর উপজেলায় ৪১ হাজার ৫৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান উজ্জল ঘোড়া। তার নিকটতম প্রতিদ্বন্দি নুরুল আমি কোতোয়াল মোটর সাইকেল পেয়েছেন ১৭ হাজার ২৬৭ ভোট । জাজিরা উপজেলায় ৪৭ হাজার ৮৪৭ ভোটে পেয়ে হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজি নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দি এসএম আমিনুল ইসলাম ঘোড়া পেয়েছেন ৩৩ হাজার ১৫৩ ভোট । এ ছাড়া সদর উপজেলায় ভাইসচেয়ারম্যান পদে সাখাওয়াত হোসেন হাওলাদার ৩৯ হাজার ৬৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি ইকবাল হোসেন পেয়েছেন ২৬ হাজার ২৬২ ভোট । মহিলা ভাইসচেয়ারম্যান পদে সামিনা ইয়াসমীন ৩৯হাজার ৮৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দি ফাতেমা আকতার শিল্পী পেয়েছেন ২৬ হাজার ৬৮ ভোট । জাজিরা উপজেলায় ৪১ হজার ৭৮২ ভোট পেয়ে মহব্বত খান ভাইসচেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ জাহাঙ্গীর আলম পেয়েছেন ৩০হাজার ৩৯৭ ভোট। মহিলা ভাইসচেয়ারম্যান পদে রেখা আকতার ৩৩ হাজার ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দি পারভিন আকতার পেয়েছেন ২৮ হাজার ৫০৭ ভোট।