জাজিরায় অস্ত্র ও ইয়াবা উদ্ধার গ্রেফতার-১

জাজিরায় অস্ত্র ও ইয়াবা উদ্ধার গ্রেফতার-১

Social Share Now
শরীয়তপুর প্রতি শুক্রবার রাত অনুমান ৩.৪৫মিঃ সময় জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা নিধি করার সময় জাজিরা থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ সুজন হকের নেতৃত্বে এস আই মোঃ হুমায়ুন কবির সঙ্গীয় অফিসার এএসআই মোঃ বেলাল হোসেন, কনস্টেবল রুবেল মোল্লা, নারী কনস্টেবল কনিকা আক্তারের সহযোগিতায় লিজা আক্তার (২৫), স্বামী-আক্কাস ঢালী, সাং- বোয়ালিয়া, ৭নং ওয়ার্ড, ইউপি-মূলনা, থানা-জাজিরা, জেলা-শরীয়তপুর কে ১টি সচল দেশীয় তৈরী ওয়ান শুটার গান ও ৮রাউন্ড শর্টগানের লিড কার্তুজ তৎসহ ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার অভিযান পরিচালনার সময় অপর সহযোগী আসামী বোয়ালিয়া এলাকার আক্কাস ঢালী (৪৫) কৌশলে পালিয়ে যায়। উল্লিখিত আসামীদ্বয়ের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে জাজিরা থানায় দুইটি পৃথক নিয়মিত মামলা রুজু করা গয়েছে।
জাজিরা থানার ওসি মোঃ হাফিজুর রহমান এক প্রেসরিলিজ এর মাধ্যমে সাংবাদিকদেরকে এ বিষয়টি অবহিত করেছেন।

Leave a Reply