আমরা নুতন বাংলাদেশ গড়তে চাই-সড়ক ও সেতু উপদেষ্টা

Social Share Now
সড়ক পরিবহন , সেতু ,রেল ও বানিজ্য মন্ত্রনালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির বলেছেন উন্নয়ন কর্মকান্ডে আমরা সাশ্রয়ী হবো। একই টাকায় বেশী প্রকল্প বাস্তবায়ন করবো। তিনি বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুছ বলেছেন দীর্ঘদিন কলকারখানা বন্ধ ছিল ,রাজস্ব আদায় হয়নি তাই আমাদেরকে ব্যয় সংকোচন করতে হবে। আমরা প্রকৃত উন্নয়নের উপর গুরুত্বারোপ করবো। টাকা সাশ্রয় করে বেশী প্রকল্প বাস্তবায়ন করবো। কিভাবে মানুষ উপকৃত হবে তার মুল্যায়ন করতে হবে।বিদ্যুৎ প্রকল্পে আপাতত নুতন কোন প্রকল্প না নিয়ে চলমান কাজ সম্পন্ন করবো। উন্নয়ন কাজের সিন্ডিকেট থাকবেনা। তিনি আজ শুক্রবার বিকেলে ঢাকা থেকে খুলনার রুপসা পাওয়ার প্লান্ট পরিদর্শনে যাত্রা পথে পদ্মাসেতু পরিদর্শন করেছেন। সেতু পরিদর্শন শেষে জাজিরা প্রান্তে সার্ভিস-২ তে যাত্রা বিরতি কওে বিকেল সাড়ে ৫টায় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ সব কথা বলেছেন। এ সময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন সেতু মন্ত্রনালয়ের সিঃ সচিব মন্জুর হোসেন, বিদ্যুৎ মন্ত্রনালয়ের সিঃ সচিব হাবিবুর রহমান সহ দাপÍরিক অন্যান্য কর্মকর্তাগন।
উপদেষ্টা বলেন ছাত্ররা রক্ত দিয়েছে নাগরিক হিসেবে সবার অধিকার প্রতিষ্ঠার জন্য, সবক্ষেত্রে সবাইকে সমান সুযোগ করে দেওয়ার জন্য। ছাত্রদের এ রক্তের ঋণ আমাদের পরিশোধ করতে হবে।আমাদের কোন চেনা মুখ নেই কোন পৃষ্ঠপোষকতা নেই। যারা প্রকৃত ব্যবসায়ী তারাই ব্যবসা করবে। এখন আর কোন ভয়ভীতি নেই পৃষ্ঠপোষকতা নেই । আমরা নিরপেক্ষ সরকারের লোক।উন্নয়নের ক্ষেত্রে সিন্ডিকেট ভাংতে চাই। দুনীতির বিষয়ে একজন বিচারপতিকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। তিনি খতিয়ে দেখবেন কোন অনিয়ম হয়েছে কিনা। দ্রব্য মুল্যের ব্যাপারে বলেন দীর্ঘ দিনের সিন্ডিকেট ভেঙ্গে নিয়ন্ত্রনে আনতে একটু সময় লাগবে।বিগত সরকারের আমলে বাংলাদেশ ব্যাংক সঠিক ভাবে পরিচালিত হয়নি কায়েমী স্বাথে ব্যাংক পরিচালিত হয়েছে।তাই ১৬ বছরের অনিয়ম ও সমস্যা দুর করতে সময় লাগবে।

Leave a Reply