গত ৩দিন শরীয়তপুরে টানা বুৃষ্টির কারনে জনজীবন থমকে দাড়িয়েছে। বিভিন্ন অফিস আদালত এর সামনে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে স্বাভাবিক চলাচলের মারাতœক সমস্যার সৃষ্টি হয়েছে। পানি নামার কোন রাস্তা বা ড্রেন না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে স্বাভাবিক কাজ কর্ম ব্যাহত হচ্ছে। গত শুক্রবার রাত থেকে অবিরাম ভাবে দমকা হাওয়ার সাথে প্রবল বেগে বৃষ্টি ঝড়ছে। বিশেষ করে শরীয়তপুর সিভিলসার্জনের কার্যালয়ের সামনে , সদর উপজেলা পরিষদের সামনে, গনপূর্ত অফিসের সামনে হাটু পানিতে ডুবে গেছে ।রাস্তা ঘাটে মানুষ বের হতে পারছেনা। শ্রমিজীবি মানুষ কাজকর্ম করতে পারছেনা। এক কথায় জনজীবন থমকে গেছে।