ইলিশ আমাদের সোনার খনি- মৎস্য উপদেষ্টা

ইলিশ আমাদের সোনার খনি- মৎস্য উপদেষ্টা

Social Share Now

মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা মিজ ফরিদা আখতার বলেছেন ইলিশ আমাদের সোনার খনি,ইলিশ আমাদের সম্পদ ।তাই সোনার ডিম পাড়া হাসটাকে রক্ষা করা আমাদের কর্তব্য। তিনি বলেন, আমরা যারা ইলিশ মাছ ধরে আহরন করে জীবিকা নির্বাহ করি ,আমরা ইলিশ ধরবো না। শুধু আমাদের স্বার্থে না, দেশের স্বার্থে , ্ইলিশ যে একটা সোনার খনি সেটাকে রক্ষা করার জন্য। তিনি আজ শনিবার সকাল ১১টায় শরীয়তপুরের পদ্মা নদীতে ইলিশের অভয় আশ্রম কাচিকাটা এলাকায় নৌযান যোগে পরিদর্শন শেষে নড়িয়া উপজেলার সুরেশ্বর পদ্মাপাড়ে ইলিশের প্রধান প্রজনন ম্যেসুমে মা ইলিশ সংরক্ষন অভিযান/২৪ উপলক্ষে মৎস্যজীবি ও জেলেদের নিয়ে সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাদিয়া জেরিন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, মহাপরিচালক জিল্লূর রহমান, ড. অনুরাধা ভদ্র , পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা হাদি উজ্জামান , মৎস্যজীবি ও জেলে প্রতিনিধি দাদন সরকার সুমন বকাউল । ফরিদা আখতার বলেন মা ইলিশ ডিম পাড়ার সময় লোনা পানি থেকে আপনাদের এ মোহনায় ডিম পাড়ার জন্য চলে আসে তখন যদি আমরা ডিম পাড়ার সুযোগ না দেই । ইলিশের যদি কথা বলার ক্ষমতা থাকতো আমার মনে হয় পানি থেকে উঠে এসে হাতজোড় করে আমাদের কাছে বলতো দয়া করে আমাদেরকে ক্ষতি করবেন না। জেলেরদের উদ্দেশ্যে তিনি বলেন আমি আপনাদের কথা রাখবো,আপনারা আমার কথা রাখবেন কিনা,আপনারা মা ইলিশ ধরবেন না। উপদেষ্টা বলেন আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২দিন নদীতে মা ইলিশ নিধন,ক্রয় বিক্রয়, পরিবহন বন্ধ। আমরা যদি এ ২২দিন কষ্ট করি তাহলে আমরা অনেক বেশী লাভবান হবো। আমরা এ সময় অভিযান দিতে চাই না। আপনারা নিজেরাই মা ইলিশ রক্ষা করবেন। আপনার ইলিশ নিয়ে ব্যবসা করবেন না।এতে জেলেদের বদনাম হবে এটা হতে দেয়া হবেনা তিনি এ জেলায় ১০% জেলেদের জন্য ভিজিএফ কার্ড বাড়িয়ে দেয়ার আশ্বাস দেন। তিনি বলেন প্রয়োজনে ভিজিএফ এর পরিমান বাড়িয়ে ৩০ কেজি করে দেয়া হবে। তিনি শরীয়তপুরের সুরেশ্বরে মৎস্য অবতরন কেন্দ্র করে দেয়ার ও প্রতিশ্রæতি দেন।

Leave a Reply