শরীয়তপুরে নির্বিঘেœ পূজা উৎসব হচ্ছে

শরীয়তপুরে নির্বিঘেœ পূজা উৎসব হচ্ছে

Social Share Now

সনাতন ধর্মালম্বীদের নিবিঘেœ পূজা উৎসব পালন ও শান্তি শৃংখলা বজায় রাখতে শরীয়তপুরে বিভিন্ন পূজামন্ডপে বিশেষ টহলের ব্যবস্থা করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার রাতে জেলার আর্মি ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা মেজর রিফাত রহমান বিভিন্ন পূজান্ডপ পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। অন্যান্য পূজা মন্ডপ ঘুরে দেখা নির্বিঘেœ সনাতন ধর্মের লোকজন রাস্তায় চলাফেরা করছেন। পূজার উৎসব ও আনন্দ ভাগভাগি করতে পারছেন। শরীয়তপুর জেলার ৬টি উপজেলায় ১০২টি মন্দিরে এবার দূর্গায়োৎসব পালন করছেন সনাতন ধর্মের লোকজন। বিশেষ করে জেলার কেন্দ্রীয় মন্দির পালং হরিসভায় প্রতিদিন হাজার লোকজন পূজা দেখতে জেলার বিভিন্ন উপজেলা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ ঢল নামছে। তাদের কোন অভিযোগ নেই। অন্যান্য বছরের চেয়ে ও এবার সরকারের পক্ষথেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। বিশেষ করে স্বরাস্ট্র উপদেষ্টার বলেছেন দশমী পর্যন্ত সকল ধরনের নিরাপত্তা দেয়া হবে। কোনরকম বিশৃংখলা হতে দেয়া হবেনা। জেলা প্রশাসন,উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ,র‌্যাব, আনসার এর পাশাপাশি সেনাবাহিনী সার্বক্ষনিক টলহ দিচ্ছে। তারা বিভিন্ন পূজামন্ডপ ঘুরে ঘুরে পরিদর্শন করছেন।
কেন্দ্রীয় মন্দির পালং হরিসভার সভাপতি বাবু অনিক ঘটক চৌধুরী বলেন, আমরা নির্বিঘেœ পূজা উৎসব পালন করছি। কোন রকম কোন বিশৃংখলঅ নেই। সকলেই আমাদের যোগিতা করছেন। বিশেষ করে জেলা প্রশাসন,উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ,র‌্যাব, আনসার এর পাশাপাশি সেনাবাহিনী সার্বক্ষনিক টলহ দিচ্ছেন। তারা বিভিন্ন পূজামন্ডপ ঘুরে ঘুরে পরিদর্শন করছেন।
মেজর রিফাত রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে জেলার সবধরনের নাশকতা এড়াতে পূজামন্ডপে আমাদের সেনাবাহিনীর বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। পূজাকে কেন্দ্র করে কেউ সন্ত্রাসী কার্যক্রম চালানোর চেষ্টা করলেও তাকে ছাড় দেওয়া হবে না। তাছাড়া কারো কোনো অভিযোগ থাকলে আমাদের সেনাবাহিনীর টহল দলের সঙ্গে যোগাযোগ করলে সঙ্গে সঙ্গে আইনি পদক্ষেপ গ্রহণ করবো।
জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সাদিয়া জেরিন বলেন, এখন পর্যন্ত কোন রকম খারাপ কিছু নেই। সবকিছু ভাল ভাবে চলছে। প্রতিটি পূজা মন্ডপ সিসি ক্যামেরার আওতায় রয়েছে। প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবক ,আনসার ও সেনাবাহিনী টহল দিচ্ছেন। সনাতন ধর্মের অনুসারীরা আনন্দ উৎসবে পূজার আনন্দ উপভোগ করছেন।

Leave a Reply