নিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরের  মা ইলিশ শিকার, ৫ জেলেকে কারাদণ্ড ৬৩ হাজার মিটার জাল জব্দ , ৭০ কেজি ইলিশ উদ্ধার

নিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরের মা ইলিশ শিকার, ৫ জেলেকে কারাদণ্ড ৬৩ হাজার মিটার জাল জব্দ , ৭০ কেজি ইলিশ উদ্ধার

Social Share Now

অমান্য করে শরীয়তপুরের পদ্মা মেঘনায় মা ইলিশ শিকারের দায়ে ৫ জেলেকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ডসহ ৬৩ হাজার মিটার জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এই সময় ৭০ কেজি ইলিশ উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০ টা থেকে বুধবার সকাল ১০ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ২টি মোবাইল কোর্টের মাধ্যমে পদ্মা-মেঘনার নদীর ১৭ টি স্থানে এসব অভিযান চালানো হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো: হাবিউজ্জামান শরীয়তপুর, এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা ইলিশ ধরার ওপর সরকারি বিধিনিষেধ চলমান আছে। আজ এই নিষেধজ্ঞার ৪র্থ দিন চলছে। এখন ইলিশ মাছের প্রজননের সময়। এ সময় পদ্মা-মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা ও জাল ফেলা নিষেধ। কিন্তু জেলেরা লুকিয়ে মাছ ধরার জন্য নদীতে যাচ্ছে। এ জন্য তারা রাতের সময়টিকে বেশিরভাগ বেছে নিচ্ছে।

মা ইলিশ ধরা বন্ধে জেলা প্রশাসনসহ জেলা মৎস্য দপ্তর, কোস্ট গার্ড ও নৌপুলিশের সমন্বয়ে পদ্মা ও মেঘনার এলাকা জুড়ে অভিযান অব্যাহত রেখেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল ৯ টা পর্যন্ত, ২ মোবাইল কোর্টের মাধ্যমে পদ্মা-মেঘনার নদীর ১৭ টি স্থানে অভিযান চালানো হয়। অভিযানে ইলিশ শিকারের দায়ে ৫ জেলেকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড এবং ৬৩ হাজার মিটার জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। এই সময় ৭০ কেজি ইলিশ উদ্ধার করা হয়। আর উদ্ধারকৃত ইলিশ স্থানীয় এতিমখানা ও মাদরাসায় দান করা হয়েছে জানিয়ে এই মৎস্য কর্মকর্তা বলেন, মা ইলিশ সংরক্ষণে অভিযান আরও বেগবান করা হবে।

Leave a Reply