শরীয়তপুরে যুবদলের অফিসে সন্ত্রাসী হামলা, ভাংচুর

শরীয়তপুরে যুবদলের অফিসে সন্ত্রাসী হামলা, ভাংচুর

Social Share Now

শরীয়তপুর পৌর এলাকায় জেলা পরিষদের সামনে পৌরসভা যুবদলের অফিসে হামলা করে ব্যাপক ভাংচুর ও লুটপাটের অভিযোগ জেলা বিএনপির সাধারন সম্পাদক নাসির উদ্দিন কালু সমর্থকদের বিরুদ্ধে। গতকাল সোমবার দিবাগত রাত অনুমান ৮টায় জেলা বিএনপির সাধারন সম্পাদক নাসির উদ্দিন কালু সরদার সমর্থক খোকন মোল্যা, সুমন ও আওয়ামীলীগ কর্মী আতিক ঢালি সহ ৫০/৬০ জন স্বশস্ত্র সন্ত্রাসী শরীয়তপুর পৌর এলাকায় জেলা পরিষদের সামনে পৌরসভা যুবদলে অফিসে হামলা করে ভাংচুর ও লুটপাট করে। এ সময় হামলাকারীরা চেয়ার ,টেবিল, ২টি মাইক, ও আসবাবপত্র ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে। এ সময় হামলাকারীরা নগদ ২ লাখ টাকা নিয়ে যায়। ভুক্তভোগীরা অভিযোগ করে বলছেন ২৭ অক্টোবর জেলা যুবদলের সাধারন সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ এর সমর্থনে টিটু, রোকন , জব্বার খান রা মিছিল নিয়ে র‌্যালীতে যোগদান করায় ঈশান্বিত হয়ে নাসির উদ্দিন কালুর ঈন্দনে এ হামলা করেছে। তারা হামলাকারীদের বিচার দাবী করেন এবং এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।
এ ব্যাপারে টিটু চোকদার বলেন, ২৭ অক্টোবর আমরা কালু সরদারের সমর্থনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালীতে যাইনি । আমরা জামাল উদ্দিন বিদ্যুৎ এর পক্ষে গেছি বলে কালু সরদারের ঈন্দনে আমাদের অফিসে সালাম শাহ, খোকন মোল্যা, সুমন ও আওয়ামীলীগের আতিক ঢালি সহ ৫০-৬- জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে ব্যাপক ভাংচুর করেছে। হামলাকারীরা ২ লাখ টাকা লুটে নিয়ে যায়।আমরা মামলা করবো। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই

এ ব্যাপারে বিএনপির নেতা সালাম শাহ’র সাথে আলাপ করলে তিনি ঘটনার সাথে জড়িত নয় বলে দাবী করেন। তিনি বলেন আমি ঘটনার সময় ঢাকা ছিলাম। শুনেছি সুমনের সাথে টিটুর কথাকাটাকাটি হয়। এ সময় টিটু সুমনকে মারপিট করে। পরে সুমন লোকজন নিয়ে এসে হামলা করেছে
পালং মডেল থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, এ ঘটনার পর সেখানে গিয়ে পরিস্থিতি রিয়ন্ত্রন করেছি। একপক্ষ অপর পক্ষের যুবদলের অফিসে হামলা ও ভাংচুর করেছে। আমাদের কাছে অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নিব।

Leave a Reply