শরীয়তপুরের নবাগত জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুধীজন ও শরীয়তপুরের নাগরিক সমাজের সাাথে মতবিনিময় করেছেন।এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন, জেলা বিএনপির সাধারন সম্পাদক নাসির উদ্দিন কালু, জামাত ইসলামী কেন্দ্রীয় নেতা মাওলানা খলিলুর রহমান, জেলা বিএনপির নেতা বাসস সংবাদদাতা মোঃ মজিবুর রহমান,আরটিভি সাংবাদিক মোঃ আবুল হোসেন সরদার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা তোফায়েল আহম্মেদসহ অনেকে। এ সময় বক্তারা জেলা বিভিন্ন অনিয়ম,দুর্নীতি, বাজার দরসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক এ সকল দাবী দাওয়ার বিষয়ে পর্যায় ক্রমে সমাধানের আশ্বাস দেন।