শরীয়তপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ১৭ জন আটক,২০ লক্ষ টাকা জরিমানা
শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪টি বাল্কহেড সহ ১৭ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পওে বুধবার মোবাইকোর্ট পরিচালনা করে নড়িয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ পারভেজ বাল্কহেডের ৪ টি প্রতিষ্ঠান যথা আল আরাফ, আল কাফ-৩, মোতালেব,এমবি জামানসহ প্রতিটি প্রতিষ্ঠানকে ৫ লক্ষ টাকা করে ২০ লক্ষ টাকা জরিমানা করা হয় । জরিমানা অনাদায়ে জব্দ কৃত বাল্কহেড গুলি নিলামে বিক্রি করে জরিমানার টাকা আদায় করা হবে বলে জানান তিনি । পদ্মা নদিতে অবৈধভাবে বালু উত্তোলন রোধে গতকাল মঙ্গলবার রাতে ১০ টা থেকে বুধবার ভোর ৬ টা পর্যন্ত পদ্মা নদীতে থানা ও নৌ পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন ।নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য,সহকারী কমিশনার ভূমি মোঃ পারভেজ । অফিসার ইনচার্জ মুহাম্মদ আসলাম উদ্দিন মোল্লা।
এসময় সহকারী কমিশনার ভূমি মোঃ পারভেজ বলেন নড়িয়ার বেড়িবাধ রক্ষার জন্য অবৈধভাবে কেউ যাতে বালু উত্তোলন করতে না পারে সেই লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।