মাইক্রোবাস চালক সোহেল সিপাহী হত্যাকারীদের ফাঁসির দাবীতে শরীয়তপুরে মানববন্ধন
নড়িয়া উপজেলার মাইক্রোবাস চালক সোহেল সিপাহী (৩৮) কে হত্যায় জড়িতদের ফাঁসির দাবী আজ মঙ্গলবার সকাল ১১টায় তার স্বজন ও মাইক্রোবাস মালিক ও শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শরীয়তপুরে মানবন্ধন করেছে। এ সময় তারা হত্যাকারীদের ফাঁসির দাবি জানান । মামলার বিবরন ও নিহতের পরিবার জানান, শরীয়তপুরের নড়িয়া উপজেলার আকনকান্দি এলাকার মোখলেসুর রহমান সিপাহির ছেলে মো: সোহেল সিপাহী গত ৩১ অক্টোবর ঢাকা সবুজবাগ এলাকা থেকে নিখোঁজ হয়। পরদিন ১ অক্টোবর সকাল ৭ টায় যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভার সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ । ঐ দিন তার স্ত্রী শারমিন সুলতানা (২৭), ঢাকা সবুজবাগ থানায় মো: নাসিরুজ্জামান রুবেল (৪২), মোঃ খোকন (৩৫) ও ইয়াকুব মোল্লা (২১) সহ ৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। মুলত পাওনা টাকা সংক্রান্তের বিরোধের জেরে সোহেলকে কুপিয়ে হত্যা করেছে এমনটা দাবি করেছেন সোহেলের স্ত্রীর শারমিন। এই ঘটনায় মামলার ২ আসামী নাসিরু জ্জামান ওরফে রুবেল ও ইয়াকুবকে গ্রেফতার করেছে আইনশৃংখলা বাহিনী। ঐ মামলার আসামীদেও ফাসির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা মাইক্রোবাস সমিতির সভাপতি মাহাবুব আলম তালুকদার, নিহতের স্ত্রী শারমিন সুলতানা, নিহতর মা জাহানারা বেগম।