শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু এলাকার একটি ব্রিজ নিচ থেকে ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নাওডোবা ইউনিয়নের চর মজিদ ঢালী কান্দি ১ নম্বর নাওডোবা ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, শুক্রবার সকালে পদ্মা সেতু এলাকার ১ নম্বর নাওডোবা ব্রিজের নিচে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।