শরীয়তপুর পৌর এলাকার পালং এর প্রবাহমান খাল কীর্তিনাশা নদী থেকে রাজগঞ্জ ব্রীজ নামক স্থান পর্যন্ত প্রায় ২কিলোমিটার দীর্ঘদিন যাবত বাজারের ময়লা আবর্জনা ফেলে ও কতিপয় প্রভাবশালী সরকারী খালের জায়গা দখল করে ইমারত নির্মান ও দোকান পাট করে ব্যবসা বানিজ্য করে যাচ্ছে। এতে করে
খালের পানির প্রবাহ বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৩০ বছর পর শরীয়তপুর পৌরসভার পক্ষথেকে খালটি প্রবাহমান চালু করতে অভিযান চলছে। এ নিয়ে আমাদের শরীয়তপুর প্রতিনিধি মোঃ আবুল হোসেন সরদারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে একটি ডেক্স রিপোর্ট \
শরীয়তপুর পৌরসভা সূত্র জানায় ঃ শরীয়তপুর পৌর এলাকার পালং বাজারের প্রবাহমান খাল কীর্তিনাশা নদী থেকে রাজগঞ্জ ব্রীজ নামক স্থান পর্যন্ত প্রায় ২কিলোমিটার খালটি দীর্ঘদিন যাবত বাজারের ময়লা আবর্জনা ফেলে ও কতিপয় প্রভাবশালী সরকারী খালের জায়গা দখল করে ইমারত নির্মান ও দোকানপাট করে ব্যবসা বানিজ্য করে যাচ্ছেন। এতে করে খালের পানির প্রবাহ বন্ধ হয়ে যায়। দীর্ঘ ত্রিশ বছর পরে শরীয়তপুরের বর্তমান জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন এর নির্দেশনায় শরীয়তপুর পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা পালং বাজার বনিক সমিতির সহযোগিতায় শহরের পানি নিস্কাশন ও খালের পানি প্রবাহ চালু করার জন্য উচ্ছেদ অভিযান আজ ২৪ নভেম্বর রেববার সকাল থেকে শুরু করেছেন। অভিযান চলাকালীন সময় শরীয়তপুর পৌর প্রশাসক পিংকি সাহা ,পালং বাজার বনিক সমিতির সভাপতি মাহবুব আলম তালুকদার,সাধারন সম্পাদক আবদুস সালাম বেপারী, পৌর সভার প্রধান নির্বাহী এনামুল হক , নির্বাহী প্রকৌশলী সোহেল তালুকদার ,স্থানীয় পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন। এ অভিযান অব্যাহত থাকবে।
পালং বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক,আবদুস সালাম বেপারী বলেন, খাল উদ্ধার অভিযানে আমরা বাজার বনিক সমিতির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করবো।
পালং বাজার বনিক সমিতির সভাপতি, মোঃ মাহবুব আলম তালুকদার বলেন, দীর্ঘদিন যাবত পালং বাজারের পাশ দিয়ে প্রবাহমান খালটি ময়লা আবর্জনায় ভরপুর হয়েগেছে। তাছাড়া গুটি কিছু প্রভাবশালী খালের জমি দখল কওে ইমারত নির্মান করেছে দোকানপাট নির্মান করেছে। এ খালটি প্রবাহমান থাকলে বাজারের পানি নিস্কাশনে বিরাট উপকার হবে। আমরা এ কাজে সহায়তা করবো।
পৌরসভার প্রধান নির্বাহী মোঃ এনামূল হক বলেন, জেলা প্রশাসকের নির্দেশে প্যেও প্রশাসক খালটি পুনঃ উদ্ধার ও খালে পানি প্রবাহমান করার জন্য পরিস্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। এটা অব্যাহত থাকবে।
সিংক ঃ শরীয়তপুর পৌর প্রশাসক পিংকি সাহা বলেন, জেলা প্রশাসকের নির্দেশে পৌর সভার খাল গুলোর পানি প্রবাহমান করার জন্য অভিযান চলছে। এ অভিযান চলাকালীন কোন বাধা বা প্রতিবন্ধকতা আসলে বনিক সমিতি ও স্থানীয়দের সাথে নিয়ে উচ্ছেদ অভিযান চালিয়ে যাবেন।