শরীয়তপুর প্রতিনিধি \ শরীয়তপুরে মাদকবিরোধী অভিযানে বসতবাড়ি থেকে ৪৮ বোতল ফেন্সিডিল সহ মীর হোসেন চৌকিদার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার দিবাগত রাত ৯টার দিকে শরীয়তপুর পৌরসভার পশ্চিম কোটাপাড়া (৩নং ওয়ার্ড) এলাকায় মীর হোসেন চৌকিদারের ঘরে অভিযান চালিয়ে এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, দীর্ঘদিন ধরে পশ্চিম কোটাপাড়া এলাকার মীর হোসেন চৌকিদার মাদক ব্যবসা কওে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৯টায় জেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে পশ্চিম কোটাপাড়া এলাকায় ঐ বাড়িতে অভিযান চালায়। অভিযানে মীর হোসেন চৌকিদারের বসতঘর তল্লাশি করে কাগজে মোড়ানো একটি ব্যাগ থেকে ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মীর হোসেন চৌকিদারের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্র¿ণ আইনে মামলা করা হয়েছে। উল্লেখ্য, এর আগে ও মীর হোসেন চৌকিদারের নামে একাধিক মাদকের মামলা রয়েছে।
এ বিষয়ে শরীয়তপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল কাদের জানান জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পশ্চিম কোটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী মীর হোসেনের বাড়ী থেকে লুকিয়ে রাখা অবস্থায় ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। মীর হোসেন চৌকিদার কে আটক কওে পালং মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
পালং মডেল থানার ওসি মোঃ হেলাল উদ্দিন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক আঃ কাদের বাদী হয়ে পালং মডেল থানায় মামলা দায়ের করেছেন ।