শরীয়তপুরে আব্দুল পাগল মান্নান শাহের ৩৫তম ওরস মোবারক অনুষ্ঠানের অনুমতির মানববন্ধন ও শান্তি সমাবেশ

Social Share Now
শরীয়তপুরে আব্দুল পাগল মান্নান শাহের ৩৫তম ওরস মোবারক অনুষ্ঠানের অনুমতির বিষয়ে আলোচনা ও শান্তি সমাবেশ
শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর এলাকায় আব্দুল পাগল মান্নান শাহের ৩৫তম ওরস মোবারক অনুষ্ঠানের অনুমতির জন্য শরীয়তপুর জেলা প্রশাসকের বরাবরে আবেদন করা হয়েছে। প্রতি বৎসরের ন্যায় ২৭ ও ২৮ নভেম্বর ১২ ও ১৩ অগ্রাহ্যয়ন ১৪৩১ বাংলা রোজ শুক্র ও বুধবার ও বৃহস্পতিবার মাজার শরিফের সম্মুখে আব্দুল পাগল মান্নান শাহর এর ৩৫ তম ওরস মোবারক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বার উক্ত ওরস নিয়ে স্থানীয় কতিপয় লোকজন ঝামেলা করতে পাওে । এ আশংকায় আব্দুল পাগল মান্নান শাহের মুরিদ ও ভক্ত বৃন্দ আজ সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও শান্তির সমাবেশ করেছে। তারা ওরস পালন করার জন্য জেলা প্রশাসকের নিকট অনুমতি চেয়েছেন। এসময় বাংলাদেশ সূফী বাদ শরীয়তপুর ও মাদারীপুর শাখার বিপুল সংখ্যক ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।

Leave a Reply