পিলখানায় শরীয়তপুরে  বিডিআর বিদ্রোহে নিহত,আহত ও জেলবন্ধি বিডিআরদের পরিবারের মানববন্ধন

পিলখানায় শরীয়তপুরে বিডিআর বিদ্রোহে নিহত,আহত ও জেলবন্ধি বিডিআরদের পরিবারের মানববন্ধন

Social Share Now
শরীয়তপুর প্রতিনিধি ঃ পিলখানায় বিডিআর বিদ্রোহে শরীয়তপুরের নিহত বিডিআর, আহত বিডিআর ও জেল বন্ধি বিডিআরদের পরিবারের পক্ষথেকে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে। মানববন্ধন কালে ৬২টি ভুক্তভোগী পরিবারের সদস্য ও ভুক্তভোগীরা অংশ নেয়। তারা বর্তমানে সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস এর কাছে তিনটি দাবী রাখেন।তারা বলেন , বিডিআর বিদ্রোহ হয়নি। সেদিন হয়েছিল পরিকল্পিত ভাবে খুন। সেই খুনের শিকার হয়েছিল তারা। তাদেরকে অন্যায় ভায়ে মিথ্যা অপবাদ দিয়ে এ ঘটনায় জড়িয়ে মিথ্যা মামলায় আসামী করে সাজা দেয়া হয়ে। এ ঘটনায় শরীয়তপুরের যারা শহীদ হয়েছে তাদের পরিবারের পুর্নবাসন, চাকুরীচ্যুতদের পুর্নবহাল ও জেলবন্ধিদের মুক্তি দানের ব্যবস্থা করা। বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে এ সময় বক্তব্য রাখেন বিডিআর কল্যাণ পরিষদের শরীয়তপুর জেলা সভাপতি হাবিলদার হামিদ আকতার,সাধারন সম্পাদক ল্যান্স নায়ক সোলায়মান , ভুক্তভোগী পরিবারের সদস্য লিপি আকতার সহ অনেকে।

Leave a Reply