শরীয়তপুরে তারুন্যনির্ভর  উন্নত, বৈষম্যহীন ও জবাবদিহি মূলক বাংলাদেশ গড়ে তোলার  লক্ষ্যে মতবিনিময় সভা

শরীয়তপুরে তারুন্যনির্ভর উন্নত, বৈষম্যহীন ও জবাবদিহি মূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময় সভা

Social Share Now
তারুন্য নির্ভর উন্নত, বৈষম্যহীন ও জবাবদিহি মূলক বাংলাদেশ গড়ে তোলার নিমিত্তে জন সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে শরীয়তপুর জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় শরীয়তপুর সরকারী কলেজ মিলনায়তনে দুপুর ১২টায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা তথ্য অফিসার মোঃ শাহিন মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশষরাফ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম,সিুিভল সার্জন আবুল হাদি মোহাম্মদ শাহ পরান,। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক মোল্যা। এ সভায় শরীয়তপুর সরকারী কলেজের ছাত্রছাত্রিগন অংশ নেয়।

Leave a Reply