জাজিরা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত
হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
থানা ও স্থানীয় সূত্র জানয়ন, জাজিরা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে । মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ফেরদৌস উপজেলার আক্কেল মাহমুদ মুন্সী কান্দি শাহী এলাকার মফিজ খানের ছেলে। তিনি জাজিরার পুরাতন বাজার যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়েছিলেন। পরে জাজিরার কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন সড়কে আসার পর মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান তিনি। এ সময় তার গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা দেয়। হেলমেট না থাকায় মাথা ও মুখমন্ডলে গুরুতর আঘাত পান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে পদ্মা সেতু পার হওয়ার সময় অ্যাম্বুলেন্সেই সে মারা যায় । এই বিষয়ে জাজিরা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। তবে যদি পরিবার এ বিষয়ে কোন অভিযোগ করেন বিষয়টি খতিয়ে দেখা হবে।
নিহত ফেরদৌসের বাবা মফিজ খান গণমাধ্যমকর্মীদের বলেন, আমার দুই সন্তান এরমধ্যে ফেরদৌস আমার বড় ছেলে। আমার ছেলের শারীরিক দুর্বলতা রয়েছে। এর আগেও হঠাৎ মাথা ঘুরে পড়ে পড়ে গিয়েছিল। তাকে বলেছিলাম সে যেন সাবধানে গাড়ী চালায়। হয়তো গাড়ী চালানো অবস্থায় মাথা ঘুরে গিয়ে দুর্ঘটনায় পড়েছে। ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন। বলেছেন একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকলে ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।