শরীয়তপুরে মানর পাচারকারী দালালদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

শরীয়তপুরে মানর পাচারকারী দালালদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

Social Share Now
অবৈধভাবে ইতালী যাওয়ার পথে শরীয়তপুরে ১৯ ও মাদারীপুরে ৫ যুবক নিখোঁজের ঘটনায় স্বজনরা
দালালদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ রবিবার বেলা ১১ টায় শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন নিখোঁজদের স্বজনরা। এ সময় নিখোঁজদের স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়ে ।
মানববন্ধনে স্বজনদের কাছ থেকে জানা গেছে, দীর্ঘ ৯ মাস পূর্বে ইতালী যাওয়ার পথে গত ২২ মার্চ থেকে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের ১৯ জন ও মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ৫ যুবক নিখোঁজ রয়েছে। স্থানীয় শরীয়তপুর সদও উপজেলার আংগহারিয়া ইউনিয়নের চরযাদবপুর গ্রামের দালাল সহোদর রাশেদ খান, টুন্নু খান, বাবলু খান, রাসেল খান, আসিফ খান, হাসিনা বেগম, ও সুমা বেগম পরস্পর যোগসাজশে ১২ থেকে ১৮ লাখ টাকা করে নিয়ে ২৪ যুবককে অবৈধ পথে ইতালী পাঠানোর কথা বলে টাকা নেয়। তাদেরওেক ইতালী নাি পাঠিওেয় লিবিয়া নিয়ে যায়। সেখানে নিয়ে তাদেরকে দালাল চক্রের হাতে তুলে দেয়।দালাল চক্র তাদেরকে টাকার জন্য মারপিট কওে ভিডিও ধারন কওে যুবকদেও বাবা মাকে দেখায় এবং টাকা দাবী করে।এরপর ধাপে ধাপে যুবকদেও পরিবার স্বজনের জন্য জমি জমা ঘর দরজা ও ও গরু ছাগল বিক্রি কওে টাকা দেয়।টাকা দেয়ার পরেও তাদেরকে ইতালী পায়নি। ৯ মাস যাবত ঐ ২৪ যুবকের কোন খোজ খবর নেই ।তারাকি বেচে আছে নাকি মেওে ফেলেছে তাও কেউ বলতে পারছেনা। এ যুবকদের মধ্যে রয়েছে শরীয়তপুর সদও উপজেলার দঃ মধ্যপাড়ার আল আমিন ভুইয়া, দঃ ভাষানচরের দিদার হোসেন আকন্দ, চরনেয়ামত পুরের রাশিদুল, সিরাজ, দঃ ভাষানচরের আমিনুল ইসলাম, চরটাংয়ের মিরাজ ওৎা,দঃ ভাষানচরের মোঃ ফারুক সরদার, দরিচর দাদপুরের জাফর শেখ, কদমতলীর শাহিন সিকদার. চরচটাংয়ের রফিক ওেমাড়ল, চরনেয়ামতপুরের আতিকুর রহমান, চরচটাংয়ের শামীম কাজি, মাদারীপুরের আলনিদ রিমন মোল্যা, সরদার সাকেবুল, মোঃ পারভেজ, দিপু সিকদার, সাইফুল ইসলামসহ ২৪জন। এরাতো নিখোজ আছে। তাদের থেকে নেয়া টাকা ও ফেরত দেয়নি দালালরা। এ ঘটনায় পালং মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছেনা বলে অভিযোগ স্বজনদের।তারা মানববন্ধন করতে এসে জেলা প্রশাসকেরে কার্যালয়ের সামনে কান্নায় ভেওেঙ্গ পড়ে। মানববন্ধ শেষে তারা জেলাৈ প্রশাসকের নিকট একটি স্বারকলিপি দেয়।

Leave a Reply