শরীয়তপুরের গোসাইরহাটে বিয়ের দাবিতে মা মেয়ে খালাসহ ছেলের বাড়ীতে অনশন

শরীয়তপুরের গোসাইরহাটে বিয়ের দাবিতে মা মেয়ে খালাসহ ছেলের বাড়ীতে অনশন

Social Share Now


শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের নাগেরপাড়া গ্রামের প্রেমিক মাসুদ আহমেদ সাগরের বাডীতে একই গ্রামের বাসিন্দা রুপালি আক্তার ও তার মা এবং খালা অনশনে বসেছেন। তারা গত ৬ দিন যাবত প্রেমিক সাগরের বাড়ীতে অবস্থান করছেন। প্রেমিক সাগর রুপালিকে বিবাহ না করিলে আত্মহত্যার পথ বেছে নেবেন বলে জানায় ঐ প্রেমিকা রুপালি।
সরেজমিন গিয়ে জানাযায়, নাগেরপাড়া গ্রামের মোতাছের হাওলাদারের মেয় রুপালি ও নেছার হাওলাদারের ছেলে সৌদি প্রবাসি সাগর দ’ুজনে ফুফাতো মামাতো ভাই বোন। মোবাইলফোনে গত দু বছর ধরে তাদের সাথে পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে একটা সময় সাগর তার ফুপাতো বোন রুপালি আক্তার কে বিবাহের প্রস্তাব নিয়ে যায়। তখন ও রূপালির মা বিয়েতে রাজি হননি। এরপূর্বে রুপালি কে অন্যত্র বিযয় দিয়েছিলেন তার পরিবার। সে ছেলে ইতালী প্রবাসি। এ কারনে সাগর রুপালি কে বিয়ে করতে চাইলে রুপালীর মা প্রস্তাব প্রত্যাখান করে দেন। পরে সাগর রুপালীকে বাড়ি থেক নিয়ে গত ১৪ নভেম্বর আগের স্বামী মাদারীপুর জেলার হাসান সেককে ডিভোর্স দেয়। এরপর সাগর গত শুক্রবার ৬ ডিসেম্বর রুপালীকে তাদের বাড়ী থেকে জোর পুর্বক নিয়ে আসে সাগরের বাড়ীতে। ঐ দিন ছিল সাগরের অন্যত্র বিয়ে। শুক্রবার নাগেরপাড়া গ্রামে প্রেমিক সাগরের বাবা মা রুপালিকে ঘরে রেখে অন্য মেয়ের সাথে তাকে বিবাহ ঠিক করবে তাই সাগর রুপালীকে তার বাড়িতে আসতে বলে। এবং সাগরের মায়ের পা ধরে মাফ চাইতে বলে। তখন সাগরের মা ওই রুপালীকে মেনে নিতে রাজি হয়নি তাকে ঘর থেকে বের হতে বলেছে। এ সময় রুপালীর মা এসে দেখেন সাগরকে অন্যত্র বিয়ে দিতে যাচ্ছেন। খবর নিয়ে রুপালীর মা রোকেয়া ঐ মেয়ের বাড়ি ডামুড্যা উপজেলার বাহের চর গিয়ে ঐ বিয়েতে বাধা দিলে তাবে মারপিট কওে সাগরের স্বজনেরা। তিনি মার খেয়ে ৫দিন হাসপাতালে ও ছিলেন। পরে রুপালি বাড়ি থেকে বের না হওয়ায় সাগরের মা ও তার ভাই বোন সকলে বাড়ী থেকে অন্যত্র চলে যায়। এখন পর্যন্ত সাগরের মা বাবা সবাই নির্বাসিত হয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াাচ্ছেন। বাডীতে আসছেন না। কারণ রুপালি ও তার মা রোকেয়া ,খালা ঝুমুর সবাই প্রেমিক সাগরের বাড়ীতে ৬দিন যাবত অনশন করে বসে আছে। সাগরকে বিয়ে করতে না পারলে আত্মহত্যা করবে বলে জানায় প্রেমিকা রুপালী । এ দিকে সাগার তার বাবা নেছার হাওলাদার,ভাই ঈমাম হাম হাওলাদার বোন

Leave a Reply