শরীয়তপুরে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালী ও আলোচনাসভা
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপান উপলক্ষে সকাল ১১টায় শরীয়তপুর জেলা কৃষকদলের উদ্যোগে এক র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদমিনার চত্তরে এসে শেষ হয়। সেখানে এক আলোচনা সভার আয়োজন করে। এ সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মোঃ আবুল হোসেন সরদার, বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাধারন সম্পাদক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর অঞ্চল) শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি এড. মনিরুজ্জামান খান দিপ’ুকেন্দ্রীয় কৃষকদলের সহসাধারন সম্পাদক হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগর, এডভোকেট মৃধা নজরুল কবীর, বাবু খানসহ বিভিন্ন উপজেলা ও পৌরসভা কৃষকদলের সভাপতি সাধারন সম্পাদক বৃন্দ।