শরীয়তপুরে মহান বিজয় দিবস পালিত
বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে শরীয়তপুরে মহান বিজয় দিবস/২৪ পালিত হয়েছে। ১৬ ডিসেম্বরে শরীয়তপুরে শীত উপেক্ষা করে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে প্রথম প্রহরের আগেই কেন্দ্রীয় শহীদমিনারে আসেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এসময় ৩১ বার তোপধবনির মধ্যদিয়ে কেন্দ্রীয় শহীদমিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন, পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম,জেলা মুক্তিযোদ্ধা সংসদ ,জেলা বিএনপি ও অংগ সংগঠন,জেলা পরিষদ, শরীয়তপুর পৌরসভা,জেলা আইনজীবি ফোরাম,সিভিল সার্জন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগনসহ সামাজিক ও সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জাননো হয়েছে। দীর্ঘ ১৫ বছর পর বিজয় দিবসে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদমিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শরীয়তপুর জেলা বিএনপির তিনটি গ্রæপে বিভক্তনেতা কর্মীরা। এরমধ্যে জেলা বিএনপির সাধারন সম্পাদক সরদার নাসির উদ্দিন কালুও অংগ সংগঠনের নেতাকর্মী , জেলা বিএনপির নেতা মজিবুর রহমান মাদবর ও অংগসংগঠনের নেতাকর্মীরা,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার ও নেতাকর্মীবৃন্দ। এসময় জেলা আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে দেখা যায়নি। এছাড়া অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত, সকাল ১০টায় শরীয়তপুর জেলা শিল্পকলা একাডেমী মাঠে বিজয় মেলা ,শিশুদের মুক্তিযোদ্ধা ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা, সকাল ১১টায় পৌর অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা , দুপুরে মসজিদ মন্দিরে দোয়া ও প্রার্থনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচী পালিত হয়েছে।