শরীয়তপুরে এসডিএসএর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত \
শরীয়তপুর জেলার ঐতিহ্যবাহী বেসরকারী সংস্থা এসডিএস এর ৩৩তম বার্ষিক সাধারন আজ রোববার সকাল ১০টায় এসডিএস এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠত হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য। এসডিএস এর পরিচালনা পর্ষদের সভাপতি ড. গওহর নঈম ওয়ারার সভাপতিত্বে কামরুল হাসান বাদল এর সঞ্চালনায় সাধারন সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন এসডিএসএর নির্বাহী পরিচালক রাবেয়া বেগম। এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএস এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মোঃ মজিবুর রহমান,প্রফেসর সিরাজুল হক, জেলা মার্কেটিং কর্মকর্তা বাবুল হোসেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্রাচার্য্য সহ পরিচালনা পর্ষদের সদস্য ও সাধারন পরিষদের সদস্য গন। দ্বিতীয় অধিবেশনে ১০৯৩ দশমিক ১৮ কোটি টাকা বাজেট ঘোষনা করা হয়।