শরীয়তপুরের মনোহরবাজার থেকে ইব্রহিমপুর আলুরবাজার ফেরী ঘাট পর্যন্ত মহাসড়কের উন্নয়ন প্রকল্পের অধিগ্রহনকৃত জমির ১০% কর্তন বিহীন বিল পাওয়ার দাবীতে মানববন্ধন করেছে জমির মালিকগন। আজ বুধবার সকাল ১১টায় মনোহরবাজার থেকে ইব্রহিমপুর আলুরবাজার ফেরী ঘাট পর্যন্ত মহাসড়কের রুদ্রকর ইউনিয়নের অধিগ্রহনকৃত জমির মালিকগন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। এ মানববন্ধনে বক্তব্য রাখেন মিলন সরদার, রুদ্রকর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোক্তার হোসেন তালুকদার, খলিল সেক, মেম্বার শাহ নেওয়াজ,াালমতাজ মুন্সি, তৈয়ব আলী ছৈয়াল, সামসুদ্দিন সরদার, বিল্লঅল হোসেন বেপারী, াাজিজুল সেক প্রমূখ। বক্তারা দাবী করেন ১০১ নং হোগলা মৌজায় মনোহরবাজার থেকে ইব্রহিমপুর আলুরবাজার ফেরী ঘাট পর্যন্ত সড়কের জন্য জমি অধিগ্রহন করেছে। যার এলএ কেস নং ২৮/২০২১ । এ কেসের জমির মালিকদেও পাওনা টাকা গাছ বাবদ ১০% কর্তন না করে পুরো টাকা ক্ষতিগ্রস্থ জমির মালিকদের দিতে হবে অন্যথায় তারা আরো বড় কর্মসূচী দিবে। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করেছেন।
এ ব্যপারে অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাসুদুল আলম বলেন , ২৮ নং এলএ কেস এ জমির টাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জমা আছে। সড়ক বিভাগ ১০% কর্তন করে টাকা পরিশোধের চিঠি দিয়েছে। আর জমির মালিকগন ১০% কর্তন চায়না মর্মে জানিয়েছে। তাই টাকা পরিশোধ করা সম্ভব হয়নি। আমরা টাকা দিতে প্রস্তুত আছি। তবে উভয় পক্ষে দাবীর বিষয়টি মন্ত্রনালয়কে জানানো হয়েছে। সিদ্ধান্ত আসলেই ব্যবস্থা নেয়া হবে।