শরীয়তপুর প্রতিনিধি ঃ তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে শরীয়তপুওে দুইদিন ব্যাপী কৃষি ঋণ মেলায় সমাপনীতে ৫০ লক্ষ টাকা উন্মুক্ত ঋন বিতরন করেছে বিভিন্ন তফসিল ব্যাংক ।ঋনের টাকা ও চেক বিতরন করেছেন জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন। কৃষি ব্যাংকের আঞ্চলিক মূখ্য ব্যবস্থাপক মোঃ মেহেদী হাসান এর সভাপতিত্বে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপক আকরাম হোসেন এর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তানভির হোসেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবু বকর সিদ্দিক, কৃষি সম্প্রসার অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল ।গত মঙ্গলবার সকাল ১০টায় বেলুন উড়িয়ে দুইদিন ব্যাপী জেলা কৃষি ঋন মেলা উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন । শরীয়তপুর জেলা ব্যাংকার্স এসোসিয়েশনের সহযোগিতায় জেলা প্রশাসন শরীয়তপুর এ মেলার আয়োজন করা হয়।