শরীয়তপুরের সখিপুরে পূর্ব শত্রæতার জের ধরে হামলা \মোটরসাইকেল ও নগদ টাকা লুট করার অভিযোগ
ভেদরগঞ্জ প্রতিনিধি \ শরীয়তপুরের সখিপুরের সরকার কান্দি গ্রামে পূর্ব শত্রæতার জের ধরে হামলা করে স্ত্রীর পরিবারের লোকেজন ফজলুল হক সেলিম ঢালি কে গুরুতর আহত করে একটি পালছার এন এস ১৬০ সিসি মোটর সাইকেল ও নগদ ৬৫ হাজার টাকা লুটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
ফজলুল হক সেলিম জানান, গত ১ ফেব্রæয়ারী সন্ধ্যা অনুমান ৬টায় ফজলুল হক সেলিম ঢালি তার নিজ বাড়ি চরপায়াতলী গ্রাম থেকে কার্ত্তিকপুর বাজারে যাওয়ার পথে সরকার কান্দি গ্রামের পিংকু সরকারের বাড়ির সামনে পৌছিলে পূর্বপরিকল্পিত ভাবে সেলিম ঢালির প্রথম পক্ষের স্ত্রী তানিয়া আকতারের ভাই আরাফাত হওলাদার ও তার সহযোগী ৭/৮ জন দেশীয় অস্ত্র লাঠি সোটা রামদা,ছোরা নিয়ে অতর্কিত হামলা করে গুরুতর আহত করেছে। ঘটনার সময় হামলাকারীরা সেলিমের পকেটে থাকা নগদ ৬৫ হাজার টাকা ও একটি পালছার এন এস ১৬০ সিসি মোটর সাইকেল নিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় এ সংবাদ লেখা পর্যন্ত আহত সেলিমের পক্ষ থেকে কোন মামলা দায়ের করা সম্ভব হয়নি। মামলা করতে যেতে তিনি ভয় পাচ্ছেন । মামলা করলে তাকে জীবনে শেষ করে দিব বলে হুমকি দেয়। এর পূর্বে ও কয়েকবার তার উপর হামলা চালায় বলে তিনি জানান। এ ছাড়াও তার বিরুদ্ধে একধিক মিথ্যা মামলা মোকদ্দমা করে হয়রানি করার অভিযোগ রয়েছে। তিনি প্রশাসনের সহযোগিতা চান।