শরীয়তপুরে সাধারন ছাত্রছাত্রিদের ধর্ষন বিরোধী  বিক্ষোভ

শরীয়তপুরে সাধারন ছাত্রছাত্রিদের ধর্ষন বিরোধী বিক্ষোভ

Social Share Now
সারা দেশে ঈদানিং কালে ধর্ষন, ছিনতাই,চাদাবাজি গুম, খুন সহ বিভিন্ন ঘটায় দেশের আইনশৃংখলা পরিস্থিতির অবনতি হওয়ায় নিরাপত্তার দাবীতে শরীয়তপুরে সাধারন ছাত্র-ছাত্রিরা আজ বুধবার দুপুর ১২টায় শরীয়তপুর কোর্ট চত্তরে একটি বিক্ষোভ মিছিল বের করে। এ বিক্ষোভ মিছিলে শরীয়তপুর সরকারী কলেজ,সরকারী গোলাম হায়দার খান মহিলা কলেজ সহ অন্যান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। তারা শরীয়তপুর কালেকটরয়েট চত্তরে বিক্ষোভ করে শ্লোগান দেয়।ধর্ষিতা কবওে ধর্ষক কেন বাহিরে। আমার বোন মরলো কেন প্রশাসন জবাব চাই।শিক্ষার্থীরা নিরপত্তা চায় সরকারের কাছে।

Leave a Reply