মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশশাসনের উদ্যোগে গতকাল বিকেলে শরীয়তপুর স্টেডিয়ামে অনুৃষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল প্রতিযোগিতা। জেলা প্রশাসন বনাম জেলা পরিষদ ও শরীয়তপুর পৌর সভার মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রত্যেক দলে ২০জন করে খেলোয়াড় অংশ নেয়। দীর্ঘ ৪০ মিনিটের এ খেলায় উভয় দলের মধ্যে গোল শুন্য শেষ হয়। খেলা শেষে উভয় দলের অংশগ্রহনকারী খেলোয়াড়দের মধ্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন পুরস্কার ও ইফতার বিতরন করেছেন। খেলাটি প্রানবন্ত ও উৎসব মুখর ছিল। উভয় দলের খেলোয়াড় গন একদল অন্য দলকে গোল দিতে আপ্রাণ চেষ্টা করে যায়।