হিমাবাহ সংরক্ষন এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ মার্চ বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে আজ শনিবার সকাল ১১টায় শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড এর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাসুদুল আলম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম( পিপিএম সেবা) ,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তারিক হোসেন,সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ আশিকুর রহমান, সাংবাদিক মোঃ আবুল হোসেন সরদার, পরিবেশ এর সহকারী পরিচালক রাসেল হোসেন। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক গন এ সভাং অংশ নেয়।