জুলাই গনঅভ্যুথানে আহত জুলাই যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদান ও শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র প্রদাণ করা হয়েছে। মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় কতৃক এ অনুদানের টাকা শরীয়তপুর জেলা প্রশাসনের পক্ষথেকে বৃহস্পতিবার দুপুরে প্রদান করা হয়। এরমধ্যে এ ক্যাটাগরী ৩জনকে ২ লাখ করে ৬ লাখ এবং বি ক্যাটাগরী ৯ জনকে ১ লাখ করে ৯ লাখ মোট ১৫ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন এর সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ সুমন কুমার পোদ্দার, সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ হাবিবুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক ইমরান আল নাজির প্রমূখ।