বাংলা নববর্ষ ১৪৩২ পহেলা বৈশাখ শরীয়তপুরে জেলা প্রশাসনের উদ্যোগে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন কওে শরীয়তপুর ন্দ্রেীয় শহীদমিনার হয়ে পৌরসভার সাামনে গিয়ে শেষ হয়। নানা রংয়ের রঙ্গে সাজানো ছিল এ শোভাযাত্রা। কৃষকের লাঙ্গল জোয়াল, কাস্তে কোদাল,মাছ ধরার পলো, ঝাকি জাল,আবহমান বাংলার ঐতিহ্য তুলে ধরা হয় এ শোভাযাত্রায়। নারী প্ররুষ সকলেই নানা রংয়ের শাড়ি জামা কাপড় পওে সাজিয়ে তোলে এ শোভা যাত্রাকে। এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান।নৃত্য ও গানের পালা । পহেলা বৈশাখ উপলক্ষে শহীদমিনারের পাশে নানা রংয়ের মুড়ি মুরকি সহ হরেক রকমে স্টল বসে। এরপর পান্তা ভাতের পর্ব দিয়ে শেষ হয় পহেলা বৈশাখের অনুষ্ঠান।জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করেন। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন এ মেলার উদ্বোধন করেন।