নড়িয়ার আবু সিদ্দিত হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

নড়িয়ার আবু সিদ্দিত হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

Social Share Now
শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনি এলাকায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে আবু সিদ্দিক ঢালী নামের বিএনপি সমর্থক এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে ঘন্টাব্যাপি মানববন্ধন করেন ভুক্তভোগীরা। মানববন্ধনে আবু সিদ্দিক ঢালী হত্যাকারীদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান তারা। এ মামলায় দুই আসামী গ্রেপ্তার হলেও অন্যান্য আসামী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাদের গ্রেফতার করছেনা বলে দাবি বিক্ষোভকারীদের।
উল্লেখ থাকে যে গত ১২ জুন রাতে ভোজেশ্বর চান্দনি নদীর পাড় থেকে বাড়িতে আসার সময় মন্নাফ ছৈয়ালের বাড়ীর সামনের পাকা রাস্তায় কুপিয়ে আহত করে আবু সিদ্দিক ঢালীকে। পরদিন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এঘটনায় স্থানীয় মিন্টু ছৈয়ালকে প্রধান আসামী করে ৪৩ জনের নাম উল্লেখ সহ ১৫ জুন নড়িয়া থানার একটি মামলা করেন নিহতর ভাই আবু আলেম ঢালী।

Leave a Reply