শরীয়তপুর প্রতিনিধি \ পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে টোলপ্লাজার কাছে গত শনিবার রাত অনুমান সাড়ে ১১টায় একটি মোটরসাইকেল ঢাকা মেট্রো-ল ৩৮-৫৪২৫ দুর্ঘটনায় ২ আরোহীর নিহত হয়েছেন। নিহত দুইজনের পরিচয় শনাক্ত করেছে পদ্মাসেতু দক্ষিন থানা পুলিশ । তাদের মধ্যে একজন মোহাম্মদ আলী (অন্তু ) (২৬), সে ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকার বাসিন্দা মোঃ গোলাম কিবরিয়ার ছেলে। অপরজনের নাম মোঃ সুজন। তবে তাঁর বিস্তারিত ঠিকানা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ভাংগার হাইওয়ে থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। পুলিশের ভাষ্যমতে এরা দুইজন মোটর সাইকেল চড়ে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় যাত্রিবাহী বাসের সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল দুমড়ে মোচড়ে যায়। ঘটনাস্থলেই দুইজন মারা যায়। পওে পুলিশ গিয়ে তাদেও উদ্ধার করেে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। লাশ ময়নাতদন্ত হয়নি। পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ব্যাপারে পদ্মাসেতু দক্ষিন থানার ওসি আকরাম হোসেন বলেন, দুর্ঘটনার পর লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘাইওয়ে পুলিশের ওসি মোঃ জুরুল ইসলাম বলেন, আমরা মরদেহ গ্রহন স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার তাদের মৃত ঘোষনা করেন। এরপর ফরিদপুরের ভাংগা হাইওয়ে পুলিশের কাছে রেখে দিয়েছি। নিহতদের আতœীয় স্বজন আসার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।