পদ্মার ভাংগনে ক্ষতিগ্রস্থ পরিবারের পূর্নবাস  টেকসই বেড়িবাধ  নির্মানের দাবীতে মানববন্ধন

পদ্মার ভাংগনে ক্ষতিগ্রস্থ পরিবারের পূর্নবাস টেকসই বেড়িবাধ নির্মানের দাবীতে মানববন্ধন

Social Share Now

শরীয়তপুরের জাজিরা উপজেলার মঙ্গলমাঝির ঘাটে পদ্মাসেতু কনস্ট্রাকশন ইয়ার্ডের ডানতীর রইক্ষা বাধে অব্যাহত ভাংগনে ক্ষতিগ্রস্থ পরিবারের পূর্নবাসন ও ডানতীর রক্ষার জন্য একটি টেকসই বেড়িবাধ নির্মাণের দাবীতে নাগরিক সমাবেশের ব্যানারে গতকাল সোমবার বিকেলে একটি সমাবেশ পদ্মা পাড়ে অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা জেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন সাধারন সম্পাদক মজিবুর রহমান,জেলা বিএনপির সহসভাপতি মোঃ আবুল হোসেন সরদার, জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ সিকদার জেলা মহিলা দলের সভাপতি আসমা আকতার,গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড. ফিরোজ আহম্মেদ মুন্সি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার আহবায়ক ইমরান আল নাজির, এনসিপি সাধারন সম্পাদক সবুজ তালুকদারসহ ইসলামী আন্দোলন ও জামাত ইসলামী নেতৃবৃন্দসহ জেলা উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং ক্ষতিগ্রস্থ এলাকার নারী পুরুষ। সমাবেশ শেষে ভাংগন কবলিত এলাকায় মানববন্ধন কর্মসূচী পালন করেছেন।

Leave a Reply