শরীয়তপুর প্রতিনিধি ঃ শরীয়তপুর জেলার জাজিরার উপজেলার রুপবাবুর হাট এলাকায় বাঁশঝাড়ে নিয়ে রমজান মোল্লা (৩৮) এক ব্যক্তিকে চোখ উঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী সুমন সিকদারের বিরুদ্ধে । স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ঘাতক সুমন শিকদারের বাড়িতে আগুন দিয়ে দেন।শনিবার (৬ সেপ্টেম্বর) জাজিরা উপজেলার রুপবাবুর হাট এলাকায় এ ঘটনা ঘটে ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শরীয়তপুর জাজিরায় মাদক ব্যাবসায়ী দ্বারা চোঁখ এবং হাত – পায়ের রগ কেটে ফেলার ঘটনা ঘটেছে । শসিবার দুপুরের দিকে স্থানীয় লোকজন রমজান মোল্লা (৩৮ ) পিতা: শফি মোল্লা গ্রাম: দক্ষিণ জাজিরা স্থানীয়রা বাশঝারের মধ্যে মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখতে পায়। মাটিতে পড়ে থাকা লোকটির কাছে গিয়ে হাত পা কাটা ও চোখ উঠানো অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করে তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায় । তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানান। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা সন্দেহ ভাজন একজনকে আটক কওে পুলিশের কাছে দিয়েছে। লোকটির চোখ উঠিয়ে আগুনে পুড়ে ফেলার অভিযোগ রয়েছে।
রমজান মোল্লার শ্যালক কাউসার বলেছেন, আমার দুলাভাইর সাথে কোন দ্বন্দ্ব ছিল না। কারো সাথে ঝগড়া ফেসাদ ও করেন না । আমার দুলাভাই দিনমজুর একজন গরীব মানুষ দিন আনে দিন খায় তাকে এভাবে নিশংসভাবে চোখ খুঁটিয়ে রগ কেটে দিয়েছে । এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না । আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই । সুমনের দ্রুত বিচার দাবি করি। তার সাথে আরো অনেকে রয়েছেন। মেরে ফেলার জন্য এ ধরনের কাজ করেছে আমি ওদের ফাঁসি চাই।
পদ্মা দক্ষিন থানার ওসি পারভেজ হোসেন বলেন, ভিকটিমকে উদ্ধার কওে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।