আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় শরীয়তপুর জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে একটি র্যালী বের করা হয়। র্যালীটি জেলা প্রশাসকের কার্যলয়ের সামনের সড়ক প্রক্ষক্ষিন করে। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ”প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার”এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আসলাম হোসাইন, সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান,সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম,বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক মোঃ মজিবুর রহমান মাদবর সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রি বৃন্দ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ।