শরীয়তপুর প্রতিনিধি ঃ শরীয়তপুরে আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারী প্রজেক্ট-২ এর আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর শরীয়তপুর পৌর এলাকার আটং ও বালুচরা এলাকায় নগর মাতৃ সদন ভবন নির্মান করেছে। এরমধ্যে আটং ৬তলা ভবনটিতে ব্যয় হয়েছে ১৫ কোটি ৭৩ লাখ ২৭ হাজার ১৭ টাকা এবং বালুচরা ৪তলা ভবনটি নির্মাণ করতে ব্যয় হয়েছে ৪ কোটি ৪৫ লাখ ৬৪হাজার ৩২৩ টাকা। পৌর এলাকায় বসবাসকারী জনসংখ্যা বিশেষ করে হতদরিদ্র জনগোষ্টি,মহিলা ও শিশুদেও প্রাথমিক স্বাস্থ্যসেবা সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩টায় দেশের বিভিন্ন জেলা ও বিভাগের নবনির্মিত ৩টি মাতৃসদন ও নগর স্বাস্থ্য কেন্দ্রের সাথে আনুষ্ঠানিক ভাবে জুম এর মাধ্যমে সচিবালয় থেকে সরাসরি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেছেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপদেষ্ঠা আসিফ মাহমুদ সজিব ভুইয়া। এ উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যলয়ে জেলা প্রশাসক তাহসিনা বেগম এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় জেলা পরিষদেও প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোঃ নজরুল ইসলাম, পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম, ডিডি এলজি পৌর প্রশাসক ওয়াহিদ হোসেন, অতিরিক্তজেলা প্রশাসক (সার্বিক) ইমরুল হাসান ,িিনর্বাহী প্রকৌশলী রাফেউল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা , বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক মোঃ মজিবুর রহমান, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিক গন উপস্থিত ছিলেন।