শরীয়তপুর প্রতিনিধি ঃ শরীয়তপুরে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে আজ সকাল ১০টায় জেলা প্রশাসক তাহসিনা বেগম এর সভাপতিত্বে একটি র্যালী বের করা হয়। র্যালীটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু কওে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইমরুল হাসান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরক্ত পুলিশ সুপার তানভির হোসেন, ডাঃ তমাল কুমার দাস, জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা নাজনীন শামীমা,শরীয়তপুর রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী সাংবাদিক আবুল হোসেন সরদার। এ সভায় রেডক্রিসেন্ট ,বেসরকারী সংস্থা এসডিএস ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন অংশ নেয়।