শরীয়তপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু বলেছেন আগামী নির্বাচনে তিনি বিজয়ী হলে শরীয়তপুর জেলাকে একটি আধুনিক ও মডেল জেলা হিসেবে গড়ে তুলবেন । তিনি আজ ভেদরগঞ্জ উপজেলার ছয়গাও ইউনিয়নের বিভিন্ন স্কুল কলেজ মসজিদ মাদ্রসা , ইউনিয়ন পরিষদ, পাড়া মহল্লা সহ এলাকায় জনসংযোগ করতে গিয়ে জনগনের উদ্দেশ্যে এ সব কথা বলেছেন। এ সময় তার সাথে ছিলে জেলা বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, মোঃ আবুল হেসেন সরদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মুহিতুল গনি মিন্টু,কেন্দ্রীয় যুবদলের সাবেক বিশেষ সম্পাদক শাহাদাত হোসেন স্বপন মজুমদার, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান রতন তালুকদার সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ। তিনি দীর্ঘ ১ মাসের ও অধিক সময় ধওে তার নির্বাচনী এলঅকার ভেদরগঞ্জ,ডামুড্যা ও গোসাইরহাটের বিভিন্ন এলাকায় গনসংযোগ করে যাচ্ছেন। তিনি বিশ্বাস করেন এ অঞ্চলের মানুষ তাকে ভাল বাসেন এবং ভোট দিয়ে নির্বাচিত করবে।আর নির্বাচিত হতে পারলেই এ জেলাকে মডেল ও অধুনিক জেলঅ হিসেবে গড়ে তুলবেন। এ সময় নারী পুরুষ শিশু সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রিরা তাকে ফুল দিয়ে বরন করে নেয়।