শরীয়তপুর প্রতিনিধি ঃ পরিবেশ অধিদপ্তরের মাটি পানি বায়ু ও শব্দ দূষন সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জব্যবস্থাপনা এবং বৈচিত্র সংরক্ষনের গুরুত্ব বিষয়ে জনসচেতনতা মুলক সভা আজ সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইমরুল হাসান,অতিরিক্ত পুলিশ সুপার তানভির হাসান, সদও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমীন । এ সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ,সাংবাদিক ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন। একই সাথে নিরাপদ খাদ্য বিভাগের সভা ও ভোক্তা অধিকার সংরক্ষন বিভাগের সভা অনুষ্ঠিত হয়।