শরীয়তপুর প্রতিনিধি ঃ আজ রোববার দুপুর ১২টায় শরীয়তপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুর সহকারী রিটানিং কর্মকর্তা ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন আয়ুবী’র নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন। দাখিল করার সময় তার সাথে ৫জন নেতাকর্মী ছিলেন। বাহিরে শত শত নেতাকর্মীরা ভিড় করলে ও সহকারী রিটানিং কর্মকর্তার নিকট সবাই কে নেননি তিনি। এরপূর্বে তিনি সকাল সাড়ে ১০টায় সহকারী রিটানিং কর্মকর্তা ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন। বিকেল ৪টায় গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ও এক কপি মনোনয়নপত্র জমা দেয়ার কথা রয়েছে।